ইউরেনাস গ্রহের উপগ্রহ কয়টি ও কি কি?
ইউরেনাস গ্রহ
ইউরেনাস সৌরজগতের একটি গ্রহ। সূর্যের দিক থেকে এর অবস্থান সপ্তম এবং আকারের বিচারে তৃতীয় বৃহত্তম। মূলত এই গ্রহটিকে অনেক জ্যোতির্বিজ্ঞানীই আগে লক্ষ্য করেছিলেন কিন্তু তারা এটাকে সৌরজগতের গ্রহ হিসাবে বিবেচনায় আনতে পারেননি। এই গ্রহের আবিষ্কারের সাথে উইলিয়াম হার্শেল-এর নাম বিশেষভাবে জড়িত।১৬৯০ খ্রিষ্টাব্দে জন ফ্লামস্টিড অন্তত ছয়বার এই গ্রহটিকে দেখতে পান। তিনি তার নক্ষত্র তালিকায় এই গ্রহটিকে বৃষ নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্র হিসাবে নামকরণ করেছিলেন ৩৪ তাউরি। ফরাসি জ্যোতির্বিজ্ঞানী পিয়েরে লেমোনিয়ার ১৭৫০ থেকে ১৭৬৯ খ্রিষ্টাব্দের ভিতরে প্রায় ১২ বার এই গ্রহটি পর্যবেক্ষণ করেন।
ইউরেনাস গ্রহের বলয় উপগ্রহে ছবি। |
কিন্তু তিনিও একে নক্ষত্র হিসাবেই চিহ্নিত করেছিলেন। স্যার উইলিয়াম হার্শেল এই গ্রহটিকে প্রথম ১৭৮১ খ্রিষ্টাব্দের ১৩ মার্চে বিশেষভাবে পর্যবেক্ষণ করেন এবং ঐ বৎসরের ২৬ এপ্রিলে একে একটি ধূমকেতু হিসাবে উল্লেখ করেন। পরে আরও গভীরভাবে পর্যবেক্ষণের পর তিনি একে সৌরজগতের গ্রহ হিসাবে স্বীকৃতি দেন। প্রথমাবস্থায় অনেক জ্যোতির্বিজ্ঞানীই এটা মানতে চাননি। শেষ পর্যন্ত এটিকে গ্রহ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকার করে নেওয়া হয়।
ইউরেনাস গ্রহের উপগ্রহ
ইউরেনাসের গ্রহের ২৭ টি উপগ্রহ রয়েছে। এরা হলোঃ
১। কোর্ডেলিয়া (Cordelia) ২। ওফেলিয়া (Ophelia)
৩। বিয়ানকা (Bianca) ৪। ক্রেসিডা (Cressida)
৫। ডেসডেমোনা (Desdemona) ৬। জুলিয়েট (Juliet)
৭। পোর্শিয়া (Portia) ৮। রোজালিন্ড (Rosalind)
৯। কুপিড (Cupid) ১০। বেলিন্ডা (Belinda)
১১। পার্ডিটা (Perdita) ১২। পাক (Puck)
১৩।ম্যাব (Mab) ১৪। মিরান্ডা (Miranda)
১৫।এরিয়েল (Ariel) ১৬।আম্ব্রিয়েল (Umbriel)
১৭।টাইট্যানিয়া (Titania) ১৮। ওবেরোন (Oberon)
১৯। ফ্রান্সিস্কো (Fransisco) ২০।ক্যালিব্যান (Caliban)
২১। স্টেফানো (Stephano) ২২।টাইনকুলো (Tienculo)
২৩।সাইকোরাক্স (Sycorax) ২৪। মার্গারেট (Margaret)
২৫।প্রোস্পেরো (Prospero) ২৬।সেটেবোস (Setebos)
২৭।ফার্ডিন্যান্ড (Ferdinand)
আরও পড়ুন: রকেট লঞ্চে কেন এত জল লাগে? কারণ জানলে চমকে যাবেন
ইউরেনাস গ্রহের বলয়
এই গ্রহকে ঘিরে রয়েছে অনেকগুলো বলয়। এই বলয়গুলোর বিস্তার মাইক্রোমিটার থেকে সর্বোচ্চ ১ মিটার পর্যন্ত। এ পর্যন্ত অন্তত দুটি বলয়ের সন্ধান পাওয়া গেছে। যাদের বিস্তৃতি কয়েক কিলোমিটার এই বলয়গুলোর উপাদান উপগ্রহের খণ্ডাংশ দ্বারা গঠিত বলেই অনুমান করা হয়। এখন পর্যন্ত ১৩টি উজ্জ্বল বলয় সম্পর্কে ধারণা করা গেছে। দূর থেকে টেলিস্কোপের সাহয্যে এই বলয়গুলো সম্পর্কে যে ধারণা করা হয়েছিল, Voyager ২-এর পাঠানো তথ্যানুসারে এ সকল বলয় সম্পর্কে আরও নিশ্চিত হওয়া গেছে। এদের বলয়গুলোর রঙ ভিন্ন ভিন্ন ধরনের। হাল্কা ধূসর, লাল নীল রঙের বলয় দেখা যায়।
আরও পড়ুন: হাসছে মহাকাশে গনগনে সূর্য! গ্রহণের পর হঠাৎ পরিবর্তন, এর প্রভাব পড়তে পারে পৃথিবীতে
ইউরেনাস গ্রহের কক্ষপথ
সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে ইউরেনাসের সময় লাগে পার্থিব ৮৪ বৎসর। সূর্য থেকে এর সর্বোচ্চ দূরত্ব ৩,০০,৪৪,১৯,৭০৪ কিলোমিটার এবং সর্বনিম্ন দূরত্ব ২,৭৪,৮৯,৩৮,৪৬১ কিলোমিটার। কক্ষপথে এর গড় গতি ৬.৮১ কিলোমিটার/সেকেন্ড। এর নাক্ষত্রিক আবর্তন কাল ০.৭১৮৩৩ দিন বা ১৭ ঘণ্টা ১৪ মিনিট। এটি পূর্ব থেকে পশ্চিম দিকে আবর্তিত হয়। অর্থাৎ এই গ্রহটি ঘড়ির কাঁটার দিকে ঘোরে।