পৃথিবীর নিকটতম গ্রহের নাম কি
পৃথিবীর নিকটতম শুক্র গ্রহের ছবি। |
ওয়েস্টার্ন ডেটা সায়েন্স: পৃথিবীর দুটি প্রতিবেশী গ্রহ হচ্ছে শুক্র ও মঙ্গল। এরমধ্যে শুক্র গ্রহের দূরত্ব ৪.৩ কোটি কিলোমিটার এবং মঙ্গল গ্রহের দূরত্ব ৭.৮ কোটি কিলোমিটার। অতএব পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।সূর্য থেকে দূরত্ব ক্রমানুসারে গ্রহগুলোর অবস্থান: ১।প্রথমত - বুধ ২।দ্বিতীয়ত - শুক্র ৩। তৃতীয়ত - পৃথিবী ৪। চতুর্থতম - মঙ্গল ৫।
পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র
শুক্র গ্রহ যার ইংরেজি নাম Venus। Venus হল সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে সৌরজগতের দ্বিতীয় গ্রহ। এই পার্থিব গ্রহটিকে অনেক সময় পৃথিবীর বোন গ্রহ বলে আখ্যায়িত করা হয়। কারণ পৃথিবী এবং শুক্রের মধ্যে গাঠনিক উপাদান এবং আচার আচরণে বড় রকমের মিল রয়েছে।
আরও পড়ুন: লঞ্চ হয়ে গেল ওসিয়ানস্যাট ৩ ও আট ন্যানোস্যাটেলাইট, বড় চমক দেখাল ইসরো
এই গ্রহটি যখন সকাল বেলায় পৃথিবীর আকাশে উদিত হয় তখন একে লুসিফার বা শয়তান নামেও ডাকা হয়ে থাকে। বাংলায় সকালের আকাশে একে শুকতারা এবং সন্ধ্যার আকাশে একে সন্ধ্যাতারা বলে ডাকা হয়ে থাকে। এর কোনও উপগ্রহ নাই।
আরও পড়ুন: বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম কি