ঝড় উঠেছে সূর্যে, আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে! সতর্ক করল নাসা
সূর্যে উঠেছে ঝড় সেই ছবি। |
ওয়েস্টার্ন ডেটা সায়েন্স: সূর্যের বুকে প্রবল ঝঞ্ঝা। আর তার জেরেই এক শক্তিশালী সৌরঝড়ের সতর্কতা জারি করল নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়ে দিল যে, সম্ভবত এই মাসে পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে সৌরঝড়টি।
সৌরঝড় ঠিক আসলে কী ?
সূর্যের আবহাওয়ামণ্ডলের বাইরের অংশকে বলে করোনা। এটা তৈরি প্রোটন, ইলেকট্রন ও অন্যান্য কণার শক্তিশালী চৌম্বক ক্ষেত্র দিয়ে। সূর্যের ভিতরের শক্তি চৌম্বকশক্তি হয়ে বিপুল বিস্ফোরণে বেরিয়ে আসাকে বিজ্ঞানের পরিভাষায় বলে করোনাল মাস ইজেকশন । সেই শক্তি বেরিয়ে আসে সৌরশিখার ছটায়। আর সেটাই মহাকাশে সৌরঝড় হয়ে আছড়ে পড়তে থাকে।
আরও পড়ুন: যেন ভিনগ্রহীদের যান? চাকায় চলা রোভার নয়, এ বার উড়ন্ত চাকি যাবে চাঁদে ও গ্রহাণুতে
সূর্যে এই ঝড়ের ফলে কী ক্ষতি হতে পারে?
এই ধরনের ঝড়ে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের উপরে প্রভাব পড়বে। ফলে অনেক জায়গায় জিপিএস, বেতার যোগাযোগ ছিন্ন হতে পারে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ ও মোবাইলের নেটওয়ার্কের উপরেও প্রভাব ফেলবে সৌরঝড়। ঝড়ের মাত্রা বেশি হলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ফাটলও ধরতে পারে।
আরও পড়ুন: রাক্ষুসে ব্ল্যাক হোল গিলে নিতে পারে তিন হাজার কোটি সূর্যকে! এমনি দাবি বিজ্ঞানীদের
যেহেতু এই মুহূর্তে বিশ্বকে নিয়ন্ত্রণ করছে প্রযুক্তি তাই সৌরঝড়ের প্রভাবও হতে পারে মারাত্মক। সমস্যা হতে পারে ভোল্টেজের। দীর্ঘক্ষণ ধরে সৌরঝঞ্ঝা চললে ট্রান্সফর্মারগুলির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকছে।