হঠাৎ চাঁদের নীচে এক আলোর বিন্দু, রমজান শুরুতে পশ্চিম আকাশে অবাক করা দৃশ্য

হঠাৎ চাঁদের নীচে এক আলোর বিন্দু, রমজান শুরুতে পশ্চিম আকাশে অবাক করা দৃশ্য
চাঁদের নীচে আলোর বিন্দুে মিল শুক্র গ্রহের দৃশ্য ছবি।


ওয়েস্টার্ন ডেটা সায়েন্স: শুক্রবার সন্ধ্যাতে এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী হল পৃথিবীর মানুষ। সূর্য ডুবতেই দেখা গেল সেই দৃশ্য। পশ্চিম আকাশে উঠেছে রমজান মাসের সরু এক ফালি চাঁদ। আর তার গায়ে এক আলোর বিন্দু। এমন দৃশ্য আগে কবে বা কখন দেখা গিয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই।

চাঁদের নীচে কিসের আলোর বিন্দু! এটি গ্রহ না অন্যকিছু

সন্ধ্যাতে প্রায় ৬ টা পর্যন্ত সেই আলোর বিন্দু একেবারে চাঁদের কাছেই অবস্থান করছিল। পরে দেখা যায় আস্তে আস্তে সেই বিন্দু চাঁদ থেকে দূরে সরে যাচ্ছে। তা দেখে এদিন থমকে যান পথ চলতি মানুষ। কলকাতা বাংলাদেশ সহ রাজ্যের প্রায় সব জায়গা থেকেই সেই দৃশ্য দেখা গিয়েছে ।

কলকাতার ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি স্পেস অ্যান্ড আর্থ সায়েন্সের ডিরেক্টর দেবী প্রসাদ দুয়ারী জানিয়েছেন যে, আসলে চাঁদের কাছে যে উজ্জ্বল বিন্দু দেখা যাচ্ছে তা হল শুক্রগ্রহ। পৃথিবীর নিরিখে মনে হচ্ছে যেন শুক্রের কাছে চলে এসেছে চাঁদ তিনি জানিয়েছেন যে, এ দিন কলকাতার স্থানীয় সময় বিকেল ৫ টা  থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যে অবস্থানে ছিল শুক্রগ্রহ তা দেখে মনে হচ্ছিল যেন চাঁদ চাপা দিয়ে দিয়েছে শুক্রকে। তারপর আস্তে আস্তে শুক্রের সঙ্গে দূরত্ব বাড়ছে। ফলে দেখে মনে হচ্ছে ওই উজ্জ্বল বিন্দু দূরে চলে যাচ্ছে।

আরও পড়ুন: এবার 25 ঘণ্টায় হবে এক দিন? শত চেষ্টা করেও পৃথিবীর কাছে থাকছে না চাঁদ

কতদিন বাদে আবার এমন দৃশ্য দেখা যাবে, তা নির্দিষ্টভাবে বলা সম্ভব নয় বলেই মনে করছেন দেবীপ্রসাদ দুয়ারি। তিনি জানিয়েছেন, নিজের নিজের কক্ষপথে চলতে চলতে এভাবে গ্রহ বা নক্ষত্রের অবস্থান বদলায়। এটা তেমনই একটি ঘটনা। তাই আবার কবে দেখা যাবে, তা বলা সম্ভব নয়।

আরও পড়ুন: দেশে তৈরি যানে নভশ্চরদের মহাকাশে পাঠাবে ভারত! দুর্ঘটনা থেকেও বাঁচাবে ইসরোর প্রযুক্তি

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url