বৃহস্পতি গ্রহের চাঁদ কয়টি?
বৃহস্পতি গ্রহ এর ইংরেজি নাম হল Jupiter (জূপিটার্)।সূর্য থেকে দূরত্বের দিক দিয়ে পঞ্চম এবং আকার আয়তনের দিক দিয়ে সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি ব্যতীত সৌর জগতের বাকি সবগুলো গ্রহের ভরকে একত্র করলে বৃহস্পতির ভর তা থেকে আড়াই গুণ বেশি হবে। বৃহস্পতিসহ আরও তিনটি গ্রহ অর্থাৎ শনি, ইউরেনাস এবং নেপচুনকে একসাথে গ্যাস দানব বলা হয়। এই চারটির অপর জনপ্রিয় নাম হচ্ছে জোভিয়ান গ্রহ। জোভিয়ান শব্দটি জুপিটার শব্দের বিশেষণ রুপ।
জুপিটারের গ্রিক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হয় জিউস। এই জিউস থেকেই জেনো মূলটি উৎপত্তি লাভ করেছে। এই মূল দ্বারা বেশ কিছু জুপিটার তথা বৃহস্পতি গ্রহ সংশ্লিষ্ট শব্দের সৃষ্টি হয়েছে।পৃথিবী থেকে দেখলে বৃহস্পতির আপাত মান পাওয়া যায় ২.৮। এটি পৃথিবীর আকাশে দৃশ্যমান তৃতীয় উজ্জ্বল জ্যোতিষ্ক। কেবল চাঁদ এবং শুক্র গ্রহের উজ্জ্বলতা এর থেকে বেশি। অবশ্য কক্ষপথের কিছু বিন্দুতে মঙ্গল গ্রহের উজ্জ্বলতা বৃহস্পতির চেয়ে বেশি হয়ে থাকে। সুপ্রাচীনকাল থেকেই গ্রহটি জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষীদের কাছে পরিচিত ছিল।
আরও পড়ুন: এভারেস্টের চূড়ায় বিশ্বের সর্বোচ্চ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি বানাল চীন
বিভিন্ন সংস্কৃতির প্রচুর পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় বিশ্বাসও আবর্তিত হয়েছে বৃহস্পতিকে কেন্দ্র করে। রোমানরা গ্রহটির নাম রেখেছিল পৌরাণিক চরিত্র জুপিটারের নামে। জুপিটার রোমান পুরাণের প্রধান দেবতা। এই নামটি প্রাক-ইন্দো-ইউরোপীয় ভোকেটিভ কাঠামো থেকে এসেছে যার অর্থ ছিল আকাশের পিতা।
আরও পড়ুন: নাসাতে চাকরির বড় সুযোগ! ১৫ লাখ টাকা মাইনে দেবে টানা দু’মাস বিছানায় শুয়ে থাকলে?
বৃহস্পতি উপগ্রহ কয়টি
সর্বশেষ তথ্য মতে, বৃহস্পতির রয়েছে ৭৯টি উপগ্রহ, যাদের মধ্যে ৪টি উপগ্রহ বৃহৎ আকৃতির।বৃহষ্পতির ৭৯ টি নামকরণকৃত উপগ্রহ রয়েছে। এদের মধ্যে ৪৭টির ব্যাস ১০কিলোমিটারের চেয়েও কম এবং ১৯৭৫ সালের পর আবিষ্কৃত। বৃহষ্পতির সবচেয়ে বড় চারটি উপগ্রহ হলো আইয়ো, ইউরোপা, গ্যানিমেড এবং ক্যালিস্টো, এদেরকে গ্যালিলীয় উপগ্রহ বলা হয়ে থাকে আবিষ্কারকের নামানুসারে।
বৃহস্পতি গ্রহের চাঁদ ছবি। |
বৃহস্পতির উপগ্রহসমূহ হলোঃ
১।মেটিস (Metis) ২।অ্যাড্রাস্টিয়া (Adrastea)
৩।অ্যামালথিয়া (Amalthea) ৪।থীবী (Thebe)
৫।আইয়ো (Io) ৬।ইউরোপা (Europa)
৭।গ্যানিমেড (Ganymede) ৮।ক্যালিস্টো (Callisto)
৯।থেমিস্টো (Themisto) ১০।লেডা (Leda)
১১।হিমালিয়া (Himalia) ১২।লিসিথিয়া (Lysithea)
১৩।এলারা (Elara) ১৪।ডিয়া
১৫।কার্পো (Carpo) ১৬।এস/২০০৩ জে ১২ (S/2003 J 12)
১৭।ইউপোরি (Euporie) ১৮।এস/২০০৩ জে ৩ (S/2003 J 3)
১৯।এস/২০০৩ জে ১৮ (S/2003 J 18) ২০।থেলজিনো (Thelxinoe)
২১।ইউয়ান্থ (Euanthe) ২২।হেলিক (Helike)
২৩।ওর্থোসাই (Orhtosie) ২৪।লোকাস্ট (Locaste)
২৫।এস/২০০৩ জে ১৬ (S/2003 J 16) ২৬।প্র্যাক্সিডিক (Praxidike)
২৭।হার্পালিক (Harpalyke) ২৮।নেম (Mneme)
২৯।হারমিপ (Hermippe) ৩০।থাইয়োন (Thyone)
৩১।আনাক (Anake) ৩২।হার্স (Herse)
৩৩।অ্যাল্টন (Altne) ৩৪।কেল (Kale)
৩৫।টাইগেট (Taygete) ৩৬।এস/২০০৩ জে ১৯ (S/2003 J 19)
৩৭।কালডেনে (Chaldene) ৩৮।এস/২০০৩ জে ১৫ (S/2003 J 15)
৩৯।এস/২০০৩ জে ১০ (S/2003 J 10) ৪০।এস/২০০৩ জে ২৩ (S/2003 J 23)
৪১।এরিনোম (Erinome) ৪২।এওয়েড (Aoede)
৪৩।ক্যালিকোর (Kallichore) ৪৪।ক্যালাইক (Kalyke)
৪৫।কার্ম (Carme) ৪৬।ক্যালিরহো (Callirrhoe)
৪৭।ইউরিডোম (Eurydome) ৪৮।প্যাসিথি (Pasithee)
৪৯্। কোর (Kore) ৫০। সাইলিন (Cyllene)
৫১।ইউকেল্যাড (Eukelade) ৫২।এস/২০০৩ জে ৪ (S/2003 J4)
৫৩।প্যাসিফা (Pasiphae) ৫৪।হেজেমোন (Hegemone)
৫৫।আর্ক (Arche) ৫৬।আইসোনো (Isonoe)
৫৭।এস/২০০৩ জে ৯ (S/2003 J 9) ৫৮।এস/২০০৩ জে ৫ (S/2003 J 5)
৫৯।সিনোপ (Sinope) ৬০।স্পোন্ড (Sponde)
৬১।অতনয় (Autonoe) ৬২।মেগাক্লাইট (Megaclite)
৬৩।এস/২০০৩ জে ২ (S/2003 J 2) ৬৪।এস/২০১০ জে ১ (S/2010 J 1)
৬৫।এস/২০১০ জে ২ (S/2010 J 2) ৬৬।এস/২০১১ জে ১ (S/2011 J 1)
৬৭।এস/২০১১ জে ২ (S/2011 J 2) ৬৮। S/2016 J1 ৬৯। S/2017 J1
৬৯। S/2017 J1 ৭০। S/2016 J2
৭১। S/2017 J2 ৭২। S/2017 J3
৭৩। S/2017 J4 ৭৪। S/2017 J5
৭৫। S/2017 J6 ৭৬। S/2017 J7
৭৭। S/2017 J8 ৭৮ ।S/2017 J9
৭৯। S/2018 J1কার্পো (Carpi)