গিলবার্ট রোবট মাছ! প্লাস্টিক গিলে জল শুদ্ধ করবে এমনি দাবি বিজ্ঞানীদের

গিলবার্ট রোবট মাছ! প্লাস্টিক গিলে জল শুদ্ধ করবে এমনি দাবি বিজ্ঞানীদের
গিলবার্ট রোবট মাছ ছবি।


ওয়েস্টার্ন ডেটা সায়েন্স: দেখতে ঠিক মাছের মতো। জলে ছেড়ে দিলে সাঁতরাতেও পারে নির্ভুল। তবে এই মাছ জ্যান্ত নয়। যন্ত্র দিয়ে তৈরি শরীর। ইংল্যান্ডের সারে বিশ্ববিদ্যালয়ের এক গবেষক ছাত্র মাছটি বানিয়েছেন জলকে প্লাস্টিককণার দূষণ থেকে মুক্ত রাখতে।

গিলবার্ট রোবট মাছ কিভাবে কাজ করে

প্লাস্টিকের অত্যন্ত ছোট ছোট কণা যার আর এক নাম মাইক্রোপ্লাস্টিক ক্রমেই চিন্তা বাড়াচ্ছে স্বাস্থ্যবিদদের। এই প্লাস্টিক কণা আকারে এতটাই ছোট যে তা অধিকাংশ ক্ষেত্রেই জল খাওয়ার সময় চোখে পড়ে না।এভাবে  জলবাহী হয়ে শরীরে ঢুকে স্বাস্থ্যের ক্ষতি করে এই প্লাস্টিক। সারে বিশ্ববিদ্যালয়ের তৈরি যন্ত্র মাছ জলকে এই প্লাস্টিক কণা মুক্ত করতে পারবে বলে দাবি করেছেন তাঁর স্রষ্টা।

আরও পড়ুন: কি হবে যদি সমুদ্রের জল শুকিয়ে যায়?

মাইক্রোপ্লাস্টিক খালি চোখে তা চট করে দেখা সম্ভব নয়। এক একটি মাইক্রোপ্লাস্টিকের কণার ব্যাস হতে পারে বড়জোর ০.২ ইঞ্চি বা ৫ মিলিমিটার।যন্ত্র দিয়ে তৈরি রোবট মাছ সেই অসম্ভবকেই সম্ভব করবে। জলে ছেড়ে দিলে ওই মাইক্রোপ্লাস্টিককে গিলে নিয়ে শুদ্ধ জল পেট থেকে ছেঁকে বের করবে এই রোবট। যার নাম দেওয়া হয়েছে গিলবার্ট।

আরও পড়ুন: চন্দ্রযান ৩ ইসরো, উৎক্ষেপিত হবে ২০২৩ সালের জুনে জানালেন সোমনাথ

রোবট হলেও যান্ত্রিক কানকো আছে তার শরীরে।গিলবার্টের শরীরের ভিতরের গঠন অনেকটা মাছের মতো।সেই কানকোর ছাঁকনিতেই মাইক্রোপ্লাস্টিক ছেঁকে জল পরিশ্রুত করে গিলবার্ট। সম্প্রতিই রোবটদের একটি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছিল এই যন্ত্র মাছ। সব রোবটদের হারিয়ে সেখানে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে গিলবার্ট মাছ রোবট।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url