নেপচুন গ্রহের কয়টি উপগ্রহ আছে
নেপচুন গ্রহের উপগ্রহে ছবি। |
নেপচুন গ্রহ
বন্ধুরা চলে এলাম আপনাদের নতুন কিছু তথ্য দিতে, নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ এবং সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ যা রোমান সমুদ্র দেবতা নেপচুনের নামে নামাঙ্কিত হয়েছে। নেপচুন পরিধিতে চতুর্থ এবং ভরে তৃতীয় সর্ববৃহৎ গ্রহ পৃথিবীর ভরের ১৭ গুণ। গ্রহটি প্রতি ১৬৪.৮ বছরে একবার ৩০৩০ AU (৪.৫ মিলিয়ন কিমি; ২.৮ বিলিয়ন মাইল) দূরত্বে সূর্যকে প্রদক্ষিণ করে।
ইউরেনাসের কক্ষপথে অপ্রত্যাশিত পরিবর্তন আলেকসিস বুভার্ডকে অনুমান করতে বাধ্য করেছিল। যে এর কক্ষপথটি কোনও অজানা গ্রহের দ্বারা মহাকর্ষীয় চঞ্চলতার বিষয়। বোভার্ডের মৃত্যুর পরে নেপচুনের অবস্থানটি তার পর্যবেক্ষণ থেকে স্বাধীনভাবে জন কাউচ অ্যাডামস এবং আরবাইন লে ভারিয়ারের দ্বারা পূর্বাভাস দেওয়া হয়েছিল। পরবর্তীতে নেপচুনকে ২ সেপ্টেম্বর ১৮৪৬ সালে লে টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা হয়। এর বৃহত্তম চাঁদ ত্রিটন খুব শীঘ্রই আবিষ্কৃত হয়েছিল। যদিও গ্রহের অবশিষ্ট ১৩ টি চাঁদ কোনওটিই বিংশ শতাব্দী পর্যন্ত দূরবীণে পাওয়া যায় নি।
নেপচুন গ্রহের নামকরণ
এটি অনেকটা ইউরেনাস গ্রহের মতো।
আরও পড়ুন: অবশেষে চাঁদের বয়স জানা গেল
নেপচুন গ্রহের উপগ্রহ
নেপচুন গ্রহের ১৪টি উপগ্রহ রয়েছে। এরা হলো যথা:
১। ন্যায়আড (Naiad)
২। থ্যালাসা (Thalassa)
৩। ডেস্পিনা (Despina)
৪। গ্যালাটিয়া (Galatea)
৫।ল্যারিসা (Larissa)
৬। প্রোটিয়াস (Proteus)
৭। ট্রাইটন (Triton)
৮। নেরিড (Nereid)
৯। হেলিমিড (Helimede)
১০। স্যাও (Sao)
১১। ল্যাওমেডিয়া (Laomedia)
১২। নেসো (Nesso)
১৩। স্যামাথ (Psamathe)
১৪। এস/২০০৪ এন১ (S/2004 N1)
আরও পড়ুন:মঙ্গল গ্রহে প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করল চীন, দাবি তিয়ানওয়েন-১ এর
ধন্যবাদ বন্ধুরা ।