২০২২ সালের সূর্যগ্রহণ কবে? কয়টি ও কি কি কাজ করতে হবে?
সূর্যগ্রহণের প্রতীক ছবি। |
বন্ধুরা চলে এলাম আপনাদের নতুন কিছু তথ্য দিতে, ২০২২ সালে দু'বার সূর্যগ্রহণ হবে। আগামী ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ হবে। আবার বছরের শেষে ২৫ অক্টোবর দ্বিতীয় সূর্যগ্রহণ দেখা যাবে। বছরের এই প্রথম সূর্যগ্রহণ আংশিক হবে। দক্ষিণ আমেরিকার দক্ষিণ-পশ্চিম অংশ । প্রশান্ত মহাসাগর, আটলান্টিক ও আন্টার্কটিকায় এই গ্রহণ দেখা দেবে। বছরের প্রথম সূর্য গ্রহণ ভারত থেকে দেখা যাবে না।
এ কারণে ভারতে গ্রহণের সূতক কাল ও ধর্মীয় প্রভাব মান্য হবে না।৩০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটে শুরু হবে সূর্যগ্রহণ শেষ হবে ভোর ৪টা ০৭ মিনিটে। ভারতে এই গ্রহণের কোনও প্রভাব পড়বে না।
দ্বিতীয় সূর্য গ্রহণ কবে ও কখন হবে
২৫ অক্টোবর মঙ্গলবার দুপুর ৪টা ২৯ মিনিটে শুরু বছরের দ্বিতীয় সূর্য গ্রহণ। সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এই গ্রহণ সমাপ্ত হবে। ভারতের কোনও কোনও অঞ্চল থেকে এই গ্রহণ দেখা যাবে। ইওরোপ, আফ্রিকার উত্তর-পূর্বের অংশ, এশিয়ার দক্ষিণ-পশ্চিম অংশ ও আটলান্টিকে এই গ্রহণ দেখা যাবে।
আরও পড়ুন: পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কখন দেখা যায়
সূর্য গ্রহণের সময় কী করা উচিত নয়?
১। গ্রহণ শুরু হওয়ার আগে নিজেকে শুদ্ধ করে নেওয়া উচিত। গ্রহণ শুরুর আগে স্নান করে নেওয়াকে শুভ মনে করা হয়।
২। গ্রহণকালে সৃষ্টি কর্তা স্মরণ ও জপ করা উচিত।
৩। সূর্য গ্রহণে দান করা শুভ।
৪। গ্রহণ শেষের পর ফের স্নান করা উচিত। এর ফলে শুভ ফল লাভ করা যায়।
৫। গ্রহণের সময় খাওয়া-দাওয়া বা জলপান করা উচিত নয়।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে বড় গাড়ি যা লম্বায় ১০০ ফুট
ধন্যবাদ বন্ধুরা ।