ইউরোপে প্লে স্টোরে RT, Sputnik অ্যাপ ব্লক করেছে গুগল

ইউরোপে প্লে স্টোরে RT, Sputnik অ্যাপ ব্লক করেছে গুগল
ইউরোপে প্লে স্টোরে আরটি ও স্পুটনিকের অ্যাপ ব্লক করেছে গুগল ছবি।


হ্যালো বন্ধুরা, অ্যালফাবেট ইনকরপোরেটেড কর্তৃপক্ষ জানিয়েছে যে, গুগল তাদের প্লে স্টোরে রাশিয়ান গণমাধ্যম আরটি ও স্পুটনিকের অ্যাপ ইউরোপ অঞ্চলের জন্য ব্লক করে দিয়েছে। প্রতিষ্ঠানটি গতকাল মঙ্গলবার ১ মার্চ এ দুইটি অ্যাপ ব্লক করে দেয়ার তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

গণমাধ্যম দুইটির প্রকাশক রাশিয়ান সরকার। প্রযুক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবর জানতে পারে দেশটির বাইরের মানুষেরা। তবে ইউক্রেনে রাশিয়ার হামলার বিষয়ে রুশ সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছে ইউরোপীয় কমিশন।

আরটির ডেপুটি এডিটর ইন চিফ আন্না বেলকিনা মঙ্গলবার এক বার্তায় জানান যে, কেনো ধরনের প্রমাণ ছাড়াই এবং না জানিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানটি তাদের অ্যাপ ব্লক করেছে। অন্যদিকে স্পুটনিক তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আরও পড়ুন: চীন স্থান না দেওয়ায় বিটকয়েন বিভিন্ন দেশের বাতাসে বিষ ছড়াচ্ছে,জানাল গবেষণায়

এদিকে অ্যাপল ইনকরপোরেটেডও জানিয়েছে যে রাশিয়ার বাইরে আরটি ও স্পুটনিকের অ্যাপ তাদের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে না।

ধন্যবাদ বন্ধুরা 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url