দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান

দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান
 নূর ২ নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে উৎক্ষেপন করেছে আইজিআরসি ছবি।


হ্যালো বন্ধুরা, ২য় বারের মতো পৃথিবীর কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠালো ইরান। জানা গেছে যে, নূর ২ নামক স্যাটেলাইটটি পরিচালনা করছে ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস আইজিআরসি।মঙ্গলবার ৮ মার্চ নূর ২ নামের স্যাটেলাইটটি কক্ষপথে সফলভাবে উৎক্ষেপন করেছে আইজিআরসি। ভিয়েনায় পরমাণু চুক্তিতে ফিরে আসার আলোচনা যখন গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে ঠিক তখনই কক্ষপথে সামরিক স্যাটেলাইট পাঠালো তেহরান। 

কক্ষপথে ২য় সামরিক স্যাটেলাইট পাঠানো ইরানের ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পসের এক বড় অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ পদক্ষেপ দেশটির পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে পশ্চিমাদের উদ্বেগ আরও বাড়বে বলে আশঙ্কা তাদের।স্যাটেলাইট পাঠানোর প্রতিক্রিয়ায় মার্কিন সেনাবাহিনী জানিয়েছে যে, প্রযুক্তি দিয়ে তেহরান স্যাটেলাইট পাঠিয়েছে সেই একই প্রযুক্তি দিয়ে দূর পাল্লার মিসাইল উৎক্ষেপণ তাদের দ্বারা মোটেও অসম্ভব না।

আরও পড়ুন: পরমাণু যুদ্ধের চেয়েও বেশি বিপদ সাইবার হামলা থেকে, হুঁশিয়ারি গবেষণায়

আরও পড়ুন: বঙ্গবন্ধু স্যাটেলাইট বিপদে কারন সূর্যের তাপে মার্চে সম্প্রচারে বিঘ্ন 

তবে যুক্তরাষ্ট্রের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান।এর আগে ২০২০ সালের এপ্রিলে ইরান তাদের প্রথম সামরিক স্যাটেলাইট নূর ১ উৎক্ষেপণ করে। যা ভূপৃষ্ঠ থেকে ৪২৫ কিলোমিটার উচ্চতায় কক্ষপথ প্রদক্ষিণ করছে। আর ২য় স্যাটেলাইট নূর ২ ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করবে বলে জানা গেছে। ৫০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করবে বলে জানা গেছে।

ধন্যবাদ বন্ধুরা 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url