সূর্যের সবচেয়ে কাছে পৌঁছাবে নাসার মহাকাশযান,দেখা যাবে পৃথিবী থেকেও
সূর্য থেকে মাত্র ৮৫ লক্ষ ২৯ হাজার ৫২৩ কিলোমিটার দূরত্বে থাকবেপার্কার সোলার প্রোব ছবি। |
হ্যালো বন্ধুরা, এত কাছে এর আগে পৌঁছনো সম্ভব হয়নি। সূর্যের ঝলসানি সইতে পারা যাবে না বলে। সেই সূর্যেরই সবচেয়ে কাছে পৌঁছবে সভ্যতা । সূর্য থেকে মাত্র ৮৫ লক্ষ ২৯ হাজার ৫২৩ কিলোমিটার দূরত্বে থেকে এই সৌরমণ্ডলের নক্ষত্রকে প্রদক্ষিণ করবে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোব। সূর্য থেকে পৃথিবী রয়েছে প্রায় ১৫ কোটি কিলোমিটার দূরে।
কয়েক মাস আগে নাসার এই মহাকাশযানটিই প্রথম ছুঁয়েছিল সূর্যকে। প্রবেশ করেছিল সূর্যের বায়ুমণ্ডল বা সোলার করোনায়। সেটাই ছিল কোনও মহাকাশযানের সূর্যের বায়ুমণ্ডলে প্রথম প্রবেশ। সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা সূর্যের পিঠের চেয়ে দশ লক্ষ গুণ বেশি। পিঠের তাপমাত্রা যেখানে মেরেকেটে ছয় হাজার ডিগ্রি কেলভিন সেখানে সূর্যের বায়ুমণ্ডলের তাপমাত্রা ১০ লক্ষ ডিগ্রি কেলভিন।
আরও পড়ুন: চাঁদে দুটি বড় কাঁচের গোলক কোথা থেকে এলো?কৌতূহলে বিজ্ঞানীরা
নাসা জানিয়েছে যে, সূর্যের সবচেয়ে কাছে পৌঁছনোর সময় পার্কার সোলার প্রোবের গতিবেগ থাকবে ঘণ্টায় ৩ হাজার ৫৯২ কিলোমিটার। ওই সময় নাসার মহাকাশযান থাকবে সূর্যের যে দিকটি পৃথিবীমুখী সেই দিকেই। ফলে, পৃথিবীর থাকা কক্ষপথে বিভিন্ন উপগ্রহ ও সূর্যকে দূর থেকে প্রদক্ষিণ করা বিভিন্ন দেশের মহাকাশযান থেকে পার্কার সোলার প্রোবকে তখন দেখা সম্ভব হবে।
আরও পড়ুন: সূর্যের অজানা রহস্য । The mystery of the sun
অভিযানে পার্কার সোলার প্রোবের মোট যে ২৪ বার সূর্যকে প্রদক্ষিণ করার কথা তার মধ্যে একাদশতম প্রদক্ষিণটি হবে শুক্রবার। সৌরমণ্ডলের নক্ষত্রকে চেনা বোঝার জন্যই ২০১৮ সালে সূর্যের মুলুকে পাড়ি জমিয়েছিল নাসার এই মহাকাশযান। শেষ যে তিন বার এই মহাকাশযান প্রদক্ষিণ করবে সূর্যকে। তার মধ্যে এক বার পৌঁছবে সূর্যের আরও কাছে। সেই সময় পার্কার সোলার প্রোব সূর্যের ব্যাসার্ধ থেকে থাকবে নয় গুণ দূরত্বে। তখন নাসার মহাকাশযানের গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ছয় লক্ষ ৯২ হাজার ১৭ কিলোমিটার।
ধন্যবাদ বন্ধুরা ।