মহাবিশ্বের বৃহত্তম গ্যালাক্সির সন্ধান, সূর্যের চেয়ে প্রায় ২৪০ বিলিয়ন গুণ বড়

মহাবিশ্বের বৃহত্তম গ্যালাক্সির সন্ধান, সূর্যের চেয়ে প্রায় ২৪০ বিলিয়ন গুণ বড়
এটি পৃথিবী থেকে প্রায় ৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত ছবি।


হ্যালো বন্ধুরা মিলল মহাবিশ্বের বৃহত্তম ছায়াপথের খোঁজ, সূর্যের চেয়ে প্রায় ২৪০ বিলিয়ন গুণ বড় ।এটি পৃথিবী থেকে প্রায় ৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।এই মহাবিশ্বের কতটুকুই বা আমরা জানি? আর তাই আবিষ্কার গবেষণারও কোনও অন্ত নেই। আর সেই লম্বা তালিকায় যোগ হল এক উল্লেখযোগ্য বিষয়।

এখনও পর্যন্ত আবিষ্কৃত বৃহত্তম ছায়াপথের খোঁজ দিলেন গবেষকরা। সূর্যের চেয়ে এটি প্রায় ২৪০ বিলিয়ন গুণ বড়।ছায়াপথের নাম অ্যালসিওনিয়াস। এটি পৃথিবী থেকে প্রায় ৩ বিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত। এই আবিষ্কারের ফলে বিশালাকার রেডিও গ্যালাক্সির সম্পর্কে আরও জানা যাবে। তার পাশাপাশি মহাকাশে ভেসে থাকা আন্তঃগ্যালাকটিক মাধ্যম সম্পর্কেও নতুন দিশা বের হতে পারে।

আরও পড়ুন: দীর্ঘ মহাকাশযাত্রায় নভশ্চরদের মস্তিষ্ক বদলে যায় আকারে ও কাজকর্মে

আরও পড়ুন: আকাশগঙ্গা এর কাছে বিন্দুর মতো! আলোর গতিতে পেরোতে সময় নেয় ১০০০ কোটি বছর

নাসার ওয়াইড-ফিল্ড ইনফ্রারেড সার্ভে এক্সপ্লোরার স্যাটেলাইট অবজারভেটরি এবং ইউরোপের লো ফ্রিকোয়েন্সি অ্যারে LOFAR-র ডেটা ব্যবহার করে অ্যালসিওনিয়াস গ্যালাক্সিটি আবিষ্কৃত হয়েছে। LOFAR প্রায় ২০ হাজার রেডিও অ্যান্টেনার একটি নেটওয়ার্ক। এটি সমগ্র ইউরোপ জুড়ে ৫২টি স্থানে রয়েছে।

ধন্যবাদ বন্ধুরা 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url