উড়তে যাচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রিক বিমান
যাত্রা করতে যাচ্ছে বিশ্বের প্রথম যাত্রীবাহী ইলেকট্রিক প্লেন ছবি। |
হ্যালো বন্ধুরা আকাশপথে উড়ানের এক নতুন প্রজন্মের শুরু হতে চলেছে। যাত্রা করতে যাচ্ছে বিশ্বের প্রথম যাত্রীবাহী ইলেকট্রিক প্লেন। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওয়াশিংটনের সিয়াটলের আর্লিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে এর ইঞ্জিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে গত সপ্তাহেই। খবর সিএনএন এর।
অ্যালিস নামের এই বিমানের প্রতিষ্ঠাতা ইসরায়েলি প্রতিষ্ঠান এভিয়েশন। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বিমানটি যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন এভিয়েশনের প্রধান নির্বাহী সিইও ওমর বার ইওহায়।
মূলত ইলেকট্রিক গাড়ি ও মুঠোফোনের ব্যাটারির ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমেই চলবে অ্যালিস। লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে এটিতে। তবে এর শক্তিশালী চার্জিং ক্ষমতা রয়েছে। মাত্র ৩০ মিনিটেই সম্পূর্ণভাবে চার্জ করা যাবে গোটা বিমানটিকে।
আরও পড়ুন: ছায়াপথে মিলল রহস্যময় আগন্তুকের সন্ধান, ঘড়ি ধরে ১৮ মিনিট ১৮ সেকেন্ড অন্তর অন্তর সংকেত
আরও পড়ুন: গুগল ক্রোমের নতুন লোগো এসেছে
ধন্যবাদ বন্ধুরা ।