ইউরোপে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক ও ইনস্টাগ্রাম
ফেসবুক ও ইনস্টাগ্রাম ছবি। |
ফেসবুকে কি সমস্যা হয়েছে
হ্যালো বন্ধুরা ইউরোপিয়ান দেশগুলোতে ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করে দিতে পারে মেটা। যুক্তরাষ্ট্রে তথ্য দেয়ার ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের নতুন আইনের কারণেই এসেছে এ সিদ্ধান্ত।
ইইউর নতুন এক আইন অনুযায়ী যেসব কোম্পানি ইইউ অন্তর্ভুক্ত দেশগুলোর ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা জমা রেখে প্রসেস করে সেগুলো ইউরোপিয়ান সার্ভারেই রাখতে হবে।
সম্প্রতি প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে তাই ইউরোপে ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধের এই সতর্কবার্তা দিয়েছে মেটা।তবে মেটার পক্ষ থেকে বলা হয়েছে ইউরোপ থেকে চলে যাওয়ার কোনো ইচ্ছা এবং পরিকল্পনা কোম্পানিটির নেই।
কিন্তু বাস্তবতা হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য মেটা এবং অন্যান্য ব্যবসা, প্রতিষ্ঠান ও সেবাসংস্থাকে ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তথ্য স্থানান্তরের ওপর নির্ভর করতে হয়।
আরও পড়ুন: আজ ফেসবুকের শুভ জন্মদিন
আরও পড়ুন: হিমালয়ের চার গুণ দৈর্ঘ্য, প্রাগৈতিহাসিক লুপ্ত পর্বতমালার প্রমাণ মিলল এবার পৃথিবীতে
এদিকে গত সপ্তাহে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইতিহাসে প্রথমবারের মতো দৈনিক ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখ কমেছে। যাতে মেটার ২৫ শতাংশ শেয়ারে ধস নামে। এরপরও এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে এই টেক জায়ান্ট প্রতিষ্ঠান ।
ধন্যবাদ বন্ধুরা ।