বঙ্গবন্ধু স্যাটেলাইট বিপদে কারন সূর্যের তাপে মার্চে সম্প্রচারে বিঘ্ন
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর ছবি। |
হ্যালো বন্ধুরা, মহাকাশে সৌর তাপের ব্যতিচারের কারণে, আগামী ৭ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত প্রতিদিন কিছু সময় ধরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সম্প্রচার কার্যক্রমে সাময়িক বিঘ্ন হতে পারে।বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কাজে যুক্ত পরিচালনার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পান লিমিটেড বিএসসিএল এ তথ্য জানিয়েছে।
৭ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে ৭ মিনিট।৮ মার্চ ৯টা ৫২ মিনিট থেকে ১০ মিনিট। ৯ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১২ মিনিট। ১০ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৪ মিনিট। ১১ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১৩ মিনিট। ১২ মার্চ ৯টা ৫০ মিনিট থেকে ১২ মিনিট। ১৩ মার্চ ৯টা ৫১ মিনিট থেকে ১০ মিনিট এবং ১৪ মার্চ ৯টা ৫৩ মিনিট থেকে ৬ মিনিট বিঘ্ন ঘটতে পারে।
আরও পড়ুন: মহাবিশ্বের বৃহত্তম গ্যালাক্সির সন্ধান, সূর্যের চেয়ে প্রায় ২৪০ বিলিয়ন গুণ বড়
আরও পড়ুন: উড়তে যাচ্ছে বিশ্বের প্রথম ইলেকট্রিক বিমান
বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর কোম্পানী লিমিটেড বিএসসিএল এর ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুল ইসলাম বিষয়টি জানান। এটি প্রাকৃতিক কারণে এই সাময়িক বিঘ্ন ঘটে থাকে।দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বর্তমানে সবকয়টি টিভি চ্যানেল এবং বেশ কয়েকটি ব্যাংকের এটিএম বুথে সেবা দিচ্ছে। তাছাড়া প্রত্যন্ত এলাকায় ইন্টারনেট সরবরাহের কাজে ব্যবহার হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
ধন্যবাদ বন্ধুরা ।