ICE On Mars: মঙ্গল গ্রহে পড়ল বরফ নতুন ছবি দিল নাসা, নাসার ছবিতে উচ্ছ্বসিত বিজ্ঞানমহল
মঙ্গল গ্রহে পড়ল বরফ নতুন ছবি দিল, নাসার ছবিতে উচ্ছ্বসিত বিজ্ঞানমহল |
হ্যালো বন্ধুরা চলে এলাম মঙ্গল থেকে একটা অসাধারণ ছবি নিয়ে অবশ্যই নাসার নাসা তরফ থেকে । গত ১৭ই ডিসেম্বর ২০২১ পারসেভারেন্স রোভারে এর ক্যামেরায় ধরা পড়েছিল আইস গ্রাউন । মানে বরফের মেঘ লাল গ্রহ মঙ্গলের আকাশে । আর তারপর সেই মেঘ থেকে ঝরে পরলো বড় মঙ্গলের একটি ক্রেটারে ।
অসাধারণ সেই দৃশ্য ধরা পড়েছে নাসার মার্স অরসি নামক অরবিটারে । এটি প্রায় ১৫ বছর ধরে কাজ করছে মঙ্গলের আকাশে । সবথেকে মজার কথা এই যে কেটারটি আগেও একটি ছবি ধরা পড়েছিল । তবে সেটা মার্চ মাস নাগাদ এবং সেখানে এই বরফ দেখা যায়নি ।তবে এবার বরফ দেখা গেল ।
জানা যাচ্ছে যে, মঙ্গলে এরকম বরফের বৃষ্টি আগেও হয়েছে প্রতিনিয়ত হতে থাকে । কিন্তু এবার যেরকম ভাবে বৃষ্টিটা ধরা পড়েছে অরবিটারে ক্যামেরায় তা সত্যিই অসাধারণ । আপনারা নাসার দৌলতে সেই ছবি দেখতে পাচ্ছেন । এবং সত্যিই মনমুগ্ধকর এই ছবি । আর এই যে দেখতে পাচ্ছেন এই ক্রেটারটি দিকে একটু দেখতে পাচ্ছেন । সেই ক্রেটারি গত মার্চেই ২০২১ এটিও কিন্তু মার্চ অরসি নামক অরবিটালরে ও অরবিটালরে তোলা ।
এবং তখন বরফ ছিলনা আর এখনকার তোলা এই যে দেখতে পাচ্ছেন ছবিটি । যেটি প্রায় ৪০০ কিলোমিটার উপরে থাকা মার্স অরবসি নামক নাসা অরবিটার থেকে ধরা পড়েছে । তাতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে, বরফ পড়েছে মঙ্গলের মাটিতে । অসাধারণ দৃশ্য । আপনাদের মঙ্গল সম্পর্কে অনেক কিছু জানতে ও দেখতে ভালো লাগে তাই ।
যদি ছবিটিতে আপনারা মাঝখানের পার্টিতে দেখতে পাচ্ছেন যে কালার বাকি টা বেলাকান হয়াইট । এটিকে কালাররাইস করা হয়েছে । করার পর কিন্তু ছবিটা নাসা প্রকাশ করেছে । এবং একই ফ্রেমে আপনারা দেখতে পাচ্ছেন বাঁদিকে মার্চ মাসে তোলা ছবিটা । যে প্রথমেই বরফের বৃষ্টি টার কথা বললাম সেই বরফের বৃষ্টি হওয়ার পর এবং খুব সুন্দর ভাবে দেখানো হয়েছে ।
নাসা পারসেভারেন্স রোভার কাজ করে চলেছে প্রতিনিয়ত মঙ্গলের মাটিতে । আকাশে দু-দুটো অরবিটার উরচ্ছে নাসার এবং দু-দুটো রোভার কাজ করছে । একটি নাম হচ্ছে পারসেভারেন্স । আরেকটি নাম হচ্ছে কিউরিওসিটি । মঙ্গলবার কিন্তু পৃথিবীর দিকে আস্তে আস্তে এগিয়ে আসা শুরু করেছে । একটা সময় সে কিন্তু একদম ৬ কোটি কিলোমিটার কাছে চলে আসবে ।
ধন্যবাদ বন্ধুরা