চাঁদের মাটিতে কুঁড়েঘর চীনের রোভারের তোলা ছবি
চাঁদের মাটিতে কুঁড়েঘর চীনের রোভারের তোলা ছবি, Chinese rover spots mystery house on far side of Moon. |
একটি খবর বিভিন্ন পত্র-পত্রিকায় দেখতে পাই । চায়না ইউতু ২ র অভার্সাস কিউব শেপ মিস্ট্রি হার্ড অন্ড ফাস্ট সাইট অফ দ্য মুন । মানে মুনের যে দিকটা আমরা দেখতে পাই না । সেদিকে একটি কুঁড়েঘর টাইপের কিছু বস্তুর দর্শন পেয়েছে চেংগি ফরের ইউতু ২ ওভার । চেংগি ফাইভ মিশন গত ডিসেম্বরে হয়েছিল ।
সেটি সেম্পল রিটান মিশন ছিল । এবং সেটি দুই হাজার কুড়ির ডিসেম্বরে কমপ্লিট করে ফেলেছিল । কিন্তু চেংগি ফোর মিশনের যে ওভার তা কিন্তু চাঁদের উল্টোপিঠে ঘুরে বেড়াচ্ছে । কাজ করছে অনেকে ভাবতে পারেন যে এই রোভারের ছবি কে তুললো ।
এই রোভারের ছবি তুলেছে চেংগি ফোরের ল্যান্ডার । ল্যান্ডারের লাগানো ক্যামেরায় । চাঁদের মাটি থেকে ধরা পড়েছে এই দৃশ্য । এবার বলে রাখি যে কি ধরা পড়েছে সে ছবিটি ও ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসছি ।
যা দেখে বিজ্ঞান মহল অবাক হয়ে গেছে । যে চাঁদের মাটিতে তো পাথর পড়ে থাকলেও এরকম ছবি আসে না । এই যে বক্স মত এই যে ছবিটি ধরা পড়েছে রোভারের ।ইউতু ২ রোভারের এইটি একটি এইটি রহস্যময় ব্যাপার ।
এটি চাঁদের মাটিতে কিভাবে এলো । বা এটি আসলে কি । এখন অব্দি কোন বিজ্ঞানীরা বা চীনের তরফ থেকে প্রকাশ করার পরেও । বলা হচ্ছে মিষ্টিরিয়াস হাট মানে কুঁড়েঘর কিন্তু সত্যিই কি তাই ।
আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এটা কি হতে পারে । এখন অব্দি বিজ্ঞানীমহলে তরফ থেকে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি । না পাওয়া গেছে চীনের তরফ থেকে না পাওয়া গেছে নাসা তরফ থেকে । না রসকসমস থেকে ।
আরও পড়ুন: মঙ্গলগ্রহ থেকে রহস্যময় ব়্যাডার সিগন্যাল আসছে, Mysterious Signal mars
কোন মহাকাশ গবেষণা সংস্থা এর সদুত্তর দিতে পারেনি । বলে রাখি এই যে চাঁদের উল্টোদিকে যে দিকটা আমরা দেখতে পাই না । যে দিকটা কখনোই পৃথিবীর সামনে আসে না । সেটা কিন্তু আমরা যখন পৃথিবী থেকে অমাবস্যা হয় সেই সময় এই পিঠে আলো থাকে ।এই পিঠে থাকে পূর্ণিমা যেটা আমরা দেখতে পাই না । সেদিকে একমাত্র রোভার রয়েছে কিন্তু চীনের ইউতু ২ রোভার ।একমাত্র সেই এই ছবিটা তুলেছে । আপনারা জানাবেন এটা কিসের ছবি হতে পারে ।
আরও পড়ুন: চাঁদে আছড়ে পড়তে পারে চার টন ওজনের রকেট, ধাক্কা লাগতে পারে চন্দ্রযানের সঙ্গে
যাইহোক এই খবরটা একেবারে সঠিক । আমরা দেখেছি সি এন এস এর তরফ থেকে এসেছে ।এছাড়া বড় বড় মিডিয়া সংস্থা এটি কিন্তু জানিয়েছে । যে রকম একটি ছবি ধরা পড়েছে চাঁদের মাটিতে । এবং তুলেছে চীনের পাঠানো ইউটিউব টু রোভার । যা চেংগি ফোর মিশনের একটি রোভার । চেংগি ফোর হচ্ছে ল্যান্ডার । পুরোপুরি মিশনটির নাম হচ্ছে চেংগি ফোর ।কেমন লাগলো জানাতে ভুলবেননা সঙ্গে থাকবেন । লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন ।