শুক্র গ্রহতে থাকতে পারে প্রাণ, মেঘের উপরের স্তরে, জানাল গবেষণা
শুক্র গ্রহ |
শুক্র গ্রহতে থাকতে পারে প্রাণ
শুধু তাই নয় এতদিন তাদের ধারণা ছিল শুক্রের মেঘে জল নেই বিন্দুমাত্র সেই মেয়ে রয়েছে বিষাক্ত সালফিউরিক এসিডে। তাই আশা একরকম ছেড়েই দিয়েছিলেন বিজ্ঞানীরা সাম্প্রতিক গবেষণা জানালো একেবারে আশা ছেড়ে দেওয়ার কারণ নেই প্রাণ থাকতে পারে। সুখের বায়ুমণ্ডলের উপরের স্তরের মেয়েকে সেই প্রাণ হতে পারে কোন অনুজীব যাদের বাঁচার জন্য অক্সিজেন লাগে না । যারা বাঁচে সালোকসংশ্লেষ এর মাধ্যমে তাদের বাঁচার রসদ বানিয়ে পৃথিবীতে যেভাবে বাচি অধিকাংশ উদ্বৃতি সূর্য থেকে রক্ষা করে বাঁচিয়ে রাখে চোখের বায়ুমন্ডলের কোন স্তরে থাকা সেই মেঘে বিষাক্ত সালফিউরিক অ্যাসিড খুব বেশি পরিমাণে রয়েছে ।
আরও পড়ুন: মহাকাশে কি কি আছে ! জানলে অবাক হবেন
বলে এতদিন যে ধারণা ছিল বিজ্ঞানীদের তাকেও কিন্তু জানিয়েছেন গবেষকরা গবেষণা পত্রটি জানিয়েছে ওই মেয়ে কতটা নাও হতে পারে সেই মেয়েকে থাকতে পারে জল্পনাও একেবারে নিচের স্তরের মেঘে সালফিউরিক এসিডের ঘনত্ব ৯৮% হলেও তার কিছুটা উপরের স্তরের মেঘের অনেকটাই কমে গিয়েছে কমবেশি ৭৫%। তার উপরের স্তর গুলির মেঘে তা অনেকটাই কম এমনকি সেখানে রয়েছে বলে দাবি গবেষণাপত্রে ।বন্ধুরা ছিল একদম অন্যরকম একটি তথ্য মূলক আশা করি আপনাদের ভাল লেগেছে সঙ্গে থাকবেন ।
আরও পড়ুন: নেপচুনের চেয়ে বড় ভিনগ্রহ থেকে বেরিয়ে আসতে দেখা গেল জলীয় বাস্পের ধোঁয়া ছড়িয়েছে মহাকাশে
গ্রহ |